Wednesday, September 23, 2015

ঈদ মার্কেট নজরদারিতে নামছে মহিলা পুলিশ

মহিলা পুলিশ

  ঈদ উপলক্ষে মার্কেটে মার্কেটে কেনাকাটা নজরদারি করতে এবং বখাটেপনা রুখতে নামছে মহিলা পুলিশ। ইউনিফর্ম ও সিভিল পোশাকে দায়িত্ব পালন করবেন তারা। তাদের সহায়তা করার জন্য থাকবে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স। মার্কেটে অযাচিত লোকদের বখাটেপনা নজরে আসলেই সাথে সাথেই তাকে পাকড়াও করার নির্দেশনা দেয়া হয়েছে সিএমপি কমিশনারের পক্ষ থেকে।
দু’একদিনের মধ্যেই মহিলা পুলিশ মাঠে নামবে বলে সিএমপি’র পক্ষ থেকে বলা হয়েছে। গত শনিবার সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃংখলা সংক্রান্ত

মাদক বিক্রেতা সম্পর্কে আপনার নিকটতম থানায় তথ্য দিন।

মহিলা পুলিশ
মাদকের হাত থেকে যুবসমাজকে বাচাইতে আপনার এলাকায় যে কোন মাদক চোরাচালান ও মাদক বিক্রেতা সম্পর্কে আপনার নিকটতম থানায় তথ্য দিন।

যোগ্যতা ও নেতৃত্বে উজ্জ্বল সিলেটের মহিলা পুলিশ


http://bdpolice24.blogspot.com/




কবির আহমদ, সিলেট : জাতি গঠনের কারিগর হিসেবে নারীদের স্বীকৃতি পাওয়া যায় নেপোলিয়ানের ঐতিহাসিক সেই উক্তিতে, তিনি বলেছিলেন ''Give me a good mother, I will give you a good nation.'' একজন শিক্ষিত মা তার সন্তানকে শিক্ষিত-আলোকিত করে সমাজে বড় করেন। ফলে যত শিক্ষিত মায়ের সংখ্যা বাড়বে তত শিক্ষিত প্রজন্ম বাড়বে। দেশ সমাজ ও রাষ্ট্র আলোকিত হবে, এটাই সত্য, এটাই বাস্তবতা। জাতি গঠনে নারীর এই অবদান আকাশচুম্বী হলেও এটি অনেকটাই পরোক্ষ, দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী। পর্দার আড়ালে থেকে জাতি গঠনের

Saturday, September 19, 2015

বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশি-বিদেশি মহিলা পুলিশ প্রতিনিধিদের অংশগ্রহণ


বাংলাদেশ পুলিশ
আন্তর্জাতিক -বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশি-বিদেশি মহিলা পুলিশ প্রতিনিধিদের অংশগ্রহণে গতকাল ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ১৩টি দেশের মহিলা পুলিশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর দোয়েল চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন রাস্তা ঘুরে

Monday, September 14, 2015

এক নজরে বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ মহিলা পুলিশ
পর্তুগীজ ভাষা হতে পুলিশ শব্দটির উদ্ভব হয়েছে। পুলিশ (Police)  শব্দটি ভাঙ্গলে দাঁড়ায় P=Polite, O=Obedient, L=Loyal, I=Intelligent, C=Courageous, E=Efficient
বাংলাদেশ পুলিশের মূলনীতি হচ্ছে: শান্তি -শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি। এ পর্যন্ত ১১টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ নিযুক্ত হয়েছে।
  • বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী রাজশাহী জেলার চারঘাট থানার সারদায় অবস্থিত।
  • কনস্টেবলদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে পি.টি.সি বা পুলিশ ট্রেনিং সেন্টার বলে। বাংলাদেশে ৪টি পুলিশ ট্রেনিং সেন্টার (পি.টি.সি) আছে। যথা: (ক) নোয়াখালী (খ) মহেড়া, টাংগাইল (গ) খুলনা ও (ঘ) রংপুর।
  • পুলিশ বাহিনীর জন্য ২ স্তরের পুরস্কার রয়েছে। যথা (ক) বীরত্ব পুরস্কার, (খ) জিএস মার্ক। বীরত্ব পুরস্কার ৩টি। যথা (ক) বাংলাদেশ পুলিশ মেডেল, (খ) প্রেসিডেন্ট পুলিশ মেডেল, (গ) আই.জি ব্যাজ। জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র ও জনগণের সেবায় দৃষ্টান্তমূলক কাজের জন্য বীরত্ব পুরস্কার দেওয়া হয়। G.S Mark হল সার্ভিস বইতে প্রশংসাপূর্ণ মন্তব্য লিখন যা পুলিশ বা তদূর্ধ কর্মকর্তাগণ দিয়ে থাকেন।
  • পুলিশ বাহিনীর জন্য ২ প্রকার শাস্তির ব্যবস্থা আছে। যথা: (ক) লঘু দন্ড ও (খ) গুরু দন্ড।
  • রাজারবাগ পুলিশ লাইন্স-এর স্মৃতিসৌধটি ১৯৭১ সনের ২৫ মার্চ মধ্যরাতে পাক বাহিনীর আক্রমণে নিহত পুলিশদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়। ১৯৮৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।

পুলিশের হাতে গ্রেফতার হলে করণীয় এবং সতর্কতা

 

 বাংলাদেশ পুলিশে আইনশৃঙ্খলা রক্ষা বা অন্যান্য প্রয়োজনে পুলিশ বিভিন্ন অভিযানে সন্দেহজনক ব্যক্তিদের আটক করে থাকে। তবে কোন অভিযোগ ছাড়া কাউকে অনির্দিষ্টকাল আটক করে রাখতে পারে না। ২৪ ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হয় বা কোন আইনের আওতায় তাকে গ্রেফতার দেখাতে হয় এবং কোন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হয়। ম্যাজিস্ট্রেট প্রয়োজনে আটকাদেশ দিতে পারেন।


পুলিশ গ্রেফতার করলে করণীয়:
  • পুলিশের নিকট নাম, ঠিকানা ও পেশাসহ পরিচয় তুলে ধরতে হবে।

বাংলাদেশ পুলিশের পদসমূহ


 বাংলাদেশ পুলিশে
  • পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি)
  • পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি)
  • ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি)
  • এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি)
  • সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি, সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে), সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)
  • এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি)
  • সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি)
  • এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)
  • পুলিশ কমিশনার
  • এডিশনাল কমিশনার অব পুলিশ