Saturday, September 19, 2015

বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশি-বিদেশি মহিলা পুলিশ প্রতিনিধিদের অংশগ্রহণ


বাংলাদেশ পুলিশ
আন্তর্জাতিক -বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশি-বিদেশি মহিলা পুলিশ প্রতিনিধিদের অংশগ্রহণে গতকাল ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ১৩টি দেশের মহিলা পুলিশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর দোয়েল চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন রাস্তা ঘুরে
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্কের সভাপতি ও অতিরিক্ত ডিআইজি রৌশন আরা বেগমের নেতৃত্বে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, চীন, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, হংকং, সিঙ্গাপুরসহ বাংলাদেশ পুলিশের প্রায় পাঁচ শতাধিক নারী সদস্য অংশ নেয় শোভাযাত্রায়। ঢাকায় প্রথম আন্তর্জাতিক নারী পুলিশ সম্মেলন উপলক্ষে এসব দেশের নারী পুলিশ প্রতিনিধিরা এখন ঢাকায় অবস্থান করছেন। একটি সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে নারী পুলিশ চালিত মোটরকেড, বিভিন্ন রঙে সজ্জিত পতাকাবাহী দল ছিল শোভাযাত্রায়। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ পুলিশে নারী সদস্যদের যোগ দেয়া শুরু হয়। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশে বর্তমানে নারী পুলিশের সংখ্যা ৪ হাজার ৬৯৫, যা বাংলাদেশ পুলিশে কর্মরত সব সদস্যের প্রায় ৪ ভাগ।

No comments:

Post a Comment