আইন-শৃঙ্খলা

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থার নির্দেশ

বাংলাদেশ মহিলা পুলিশ

ঢাকা: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই যেন অবনতি না ঘটে, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রেঞ্জ ও মহানগরসহ পুলিশের সব ইউনিটকে এ নির্দেশনা দেওয়া হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই যেন বিঘ্ন না ঘটে এবং পুলিশ পেশাদারি মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করতে এর আগে নির্দেশনা দিয়েছিল মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সম্প্রতি পুলিশ প্রধান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে আইন-শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটতে পারে, সে বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেন। 

গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সরকারের উন্নয়ন কার্যক্রম যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারী মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

মন্ত্রিসভা কমিটির এ নির্দেশের পর পুলিশ সদর দফতর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনার কথাও বলা হয় মন্ত্রিসভা কমিটির কাছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক মহোদয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন।

রেঞ্জ, মেট্রোপলিটনসহ পুলিশের বিভিন্ন ইউনিটকে কী কী ঝুঁকি ও হুমকি রয়েছে, সে সম্পর্কে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আইন-শৃঙ্খরা রক্ষা পুলিশের প্রতিদিন, প্রতিরাতের কাজ। তবে ঈদসহ বিভিন্ন উৎসবে কী করণীয়, কী বর্জনীয় এবং কী করা প্রয়োজন, তারও নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষভাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, সে জন্য কী ঝুঁকি ও হুমকি রয়েছে, সে বিষয়েও সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়।

গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্দেশনার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করেছে। ওই বৈঠকে র‌্যাব জানায়, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণে র‌্যাবের সব ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে, ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাড়তি নিরাপত্তার নির্দেশনা দেওয়া হয়, আইন-শৃঙ্খলা বাহিনীকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঈদ উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন, পশুহাটে সিসিটিভি ক্যামেরা স্থাপনে ইজারাদের নির্দেশ দেওয়া হয়েছে। অজ্ঞানপার্টি, মলমপার্টি ধরতে আগে থেকেই পুলিশকে অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদে পেঁয়াজসহ মশলার দাম নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেওয়া হয়।

আমদানি করা মশলার ট্রাক যাতে তাড়াতাড়ি দেশে প্রবেশ এবং সারাদেশে পৌঁছে যেতে পারে, সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করার নির্দেশনাও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসএমএ/এবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

No comments:

Post a Comment